ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নর্দান জুটের শেয়ার দর তদন্ত করবে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
নর্দান জুটের শেয়ার দর তদন্ত করবে ডিএসই

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত নর্দান জুট ম্যানুফেকচারিং কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্ত করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। এ লক্ষ্যে ডিএসই প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।


 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এর আগে ডিএসই'র এক চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিল কোম্পানির উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। মূলত মিলে নতুন যন্ত্রাংশ স্থাপন ও পুরাতন যন্ত্রাংশ মেরামতের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এছাড়া কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কোনো কারণ কোম্পানির কাছে নেই বলে জানিয়েছে কোম্পাটির পরিচালনা পর্ষদ।
 
কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, গত ১ নভেম্বর থেকে কোম্পানির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মূলত মানসম্পন্ন সুতা উৎপাদন করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কোম্পানিতে নতুন মেশিন স্থাপন ও তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে কয়েকটি নতুন মেশিন স্থাপন সম্পন্ন করে তা পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে।
 
সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। কিন্তু শেয়ার দর বৃদ্ধির পেছনে তাদের কাছে নতুন মেশিন স্থাপন ছাড়া আর কোনো কারণ নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এমনকি কোম্পানিটি কবে নগাদ উৎপাদন শুরু করবে বা কোম্পানির মুনাফার বিষয়ে তারা কোনো তথ্য কাউকে দেয়নি। যা শেয়ার দরকে প্রভাবিত করতে পারে।
 
গত ১৬ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪৫ টাকা। বিশেষ করে গত ২০ মার্চের পর থেকে এ কোম্পানির শেয়ার দরঅস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। গত ৩১ মার্চ এ কোম্পানির শেয়ার ১১০ টাকায় লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।