ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক সমীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক সমীক্ষা শুরু

ঢাকা: কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চট্টগ্রাম টি অকশন’ পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমোডিটি এক্সচেঞ্জ গঠন সংক্রান্ত কমিটির সদস্যরা এ পরিবর্শনে যান।

বুধবার পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলবে। প্রাথমিক সমীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ সংক্রান্ত আইন বা নীতিমালা প্রণয়ন করা হবে।
 
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন কা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মনসুর রহমান।
 
এ দিকে গত ৬ এপ্রিল কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য বিএসইসির কাছে তালিকাভুক্তির অনুমোদন চেয়েছে বাজার বাংলা কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড।
 
কমোডিটি এক্সচেঞ্জ হলো শেয়ারবাজারের মতো ভোগ্যপণ্য কেনাবেচার এক ধরনের বাজার। যেখানে অনলাইনের মাধ্যমে দেশ ও বিদেশের ক্রেতা-বিক্রেতারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে তাদের পণ্য কেনাবেচা করেন। সাধারণত কমোডিটি এক্সচেঞ্জ নির্ধারণ করে থাকে ওই এক্সচেঞ্জে কোন কোন পণ্য কেনাবেচা হবে। বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য ২০১২ সালের ডিসেম্বরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইনের সংশোধন করা হয়েছে। এতে কৃষি পণ্য, মাছ ও গবাদিপশু, অর্থকরী ফসল, খনিজদ্রব্য ইত্যাদি কেনাবেচা করা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।