ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গ্রামীণফোনের ১৭তম এজিএম অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
গ্রামীণফোনের ১৭তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা: গ্রামীণফোনের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বারিধারায় অবস্থিত বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ এজিএম অনুষ্ঠিত হয়।



বুধবার এজিএমে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে এবং সিইও বিবেক সুদ, অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি হোসেন সাদাত।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি ছিল গ্রামীণফোনের ৫ম এজিএম।

চেয়ারম্যান তার বক্তব্যে কোম্পানির ওপর আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনা, নিয়ন্ত্রণগত অনিশ্চয়তা, সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিতে গ্রামীণফোনের লক্ষ্য ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন।

এছাড়া সিইও কোম্পানির পরিচালনাগত ও আর্থিক সাফল্যের কথা এবং সফলভাবে থ্রিজি চালু করার কথা উল্লেখ করেন।

গ্রামীণফোন ২০১৩ সালে ৯০ শতাংশ নগদ অন্তবর্তী লভ্যাংশ প্রদান করে। পরবর্তীতে গ্রামীণফোনের বোর্ড আরও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে। ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় ১৪০ শতাংশ (শেয়ার প্রতি ১৪ টাকা)।

শেয়ারহোল্ডাররা ২০১৩ সালের জন্য সুপাশিরকৃত লভ্যাংশ অনুমোদন করেন।

এজিএম’র অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ছিল ডিরেক্টরস রিপোর্ট ও ২০১৩ এর নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ, ডিরেক্টর নির্বাচন/পুনঃনির্বাচন এবং অডিটর নিয়োগ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।