ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
সূচকে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকে মিশ্র প্রবণতা থাকলেও কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসই'র প্রধান সূচক ১ পয়েন্ট কমলেও অপর দুই সূচক সামান্য বৃদ্ধি পেয়েছে।


 
তবে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ও লেনদেন বৃদ্ধিতে কার্যক্রম শেষ হয়েছে।
 
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ৮১ লাখ টাকা। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৯ কোটি ০৭ লাখ টাকার। বুধবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
বৃহস্পতিবার ডিএসইতে খাত ভিত্তিক মোট লেনদেনে জ্বালানি খাতের অবদান ১০ দশমিক ৪৪ শতাংশ, টেক্সটাইল খাতের ৬ দশমিক ১১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ১ দশমিক ২৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাত ১৪ দশমিক ৪০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাত ২ দশমিক ৬৮ শতাংশ, ব্যাংক ১২ দশমিক ৩১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ৮ দশমিক ৪৬ শতাংশ, প্রকৌশল ৬ দশমিক ৫৮ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক ৭ দশমিক ১০ শতাংশ, সিমেন্ট খাত ১৬ দশমিক ৫০ এবং ইন্স্যুরেন্স খাতের অবদান ৩ দশমিক ৬৯ শতাংশ।
 
লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। তবে বেলা সাড়ে ১১টার পর সূচক বৃদ্ধির প্রবণতা কমতে থাকে। এ সময় সূচক দিনের সর্বোচ্চ ৪০ পয়েন্ট বৃদ্ধি পায়।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৫৯২ পয়েন্টে।
 
ডিএসই-৩০ সূচক প্রায় ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৬৭৫ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক প্রায় ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৫টির দাম।
 
বৃহস্পতিবার ডিএসইতে টাকার ভিত্তিতে লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং  কর্পোরেশন, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, এবি ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
 
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৮ হাজার ৯০০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১১ হাজার ৯২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১৪ হাজার ১৮৫ পয়েন্টে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ০৭ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।