ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঢাকা ব্যাংকের ১৯তম এজিএম অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
ঢাকা ব্যাংকের ১৯তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ‘ঢাকা ব্যাংক লিমিটেড’র ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ সভাটি অনুষ্ঠিত হয়।



ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহম্মেদ, সাবেক ভাইস-চেয়ারপারসন ও উদ্যোক্তা শেয়ার হোল্ডার আফরোজা আব্বাস, সাবেক চেয়ারম্যান ও পরিচালক রেশাদুর রহমান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, তাহিদুল হোসেন চৌধুরী, খন্দকার জামিলউদ্দিন, মির্জা ইয়াসির আব্বাস, আমানুল্লাহ সরকার।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক সুয়েজ ইসলাম ও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নিয়াজ হাবিব ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, এমরানুল হক, খান সাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকসহ অন্যান্য শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় ২০১৩ সালের শেয়ার হোল্ডারদের জন্য ১৭ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।