ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

রাইট শেয়ার ছাড়বে আইএফআইসি ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
রাইট শেয়ার ছাড়বে আইএফআইসি ব্যাংক

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাজারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের ১আর : ১ হারে রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা একটি করে রাইট শেয়ার কিনতে পারবেন। রাইট শেয়ারের ইস্যুমূল্য ধরা হয়েছে ২০ টাকা। এর মধ্যে ১০ টাকা প্রিমিয়াম নেবে প্রতিষ্ঠানটি।
 
তবে প্রস্তাবটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কোম্পানির ৩৭ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কার্যকর হবে।  
 
কোম্পানির এজিএম আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান পরে জানানো হবে বলে জানিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।
 
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর রাইট শেয়ার সাবসক্রিপশনের জন্য আরও একটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।