ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

৯০০ ভাগ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
৯০০ ভাগ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৯০০ ভাগ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।
 
এর মধ্যে ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ।

আর বাকি সাড়ে আটশ ভাগ লভ্যাংশ ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের বিতরণ করা হয়েছে। যার মধ্যে ২০১৩ সালের জুলাইয়ে ১৫০ শতাংশ, অক্টোবরে ২০০ শতাংশ এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়া হয়।
 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে সময় ও স্থান পরে নোটিশ আকারে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুলাই।
 
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ৯০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ দশমিক ৯৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১৬ টাকা।
 
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।