ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দ্বিতীয় দিন কমলো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
টানা দ্বিতীয় দিন কমলো সূচক

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচক কমেছে। তবে আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে দাঁড়ায়।

সোমবার লেনদেনের শুরুতে সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক বাড়ে। তবে ১০ মিনিট পরই সূচক নিম্নমুখী হয়ে যায়। পরবর্তীতে ১০ টা ৫৫ মিনিটে ফের ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্ট হয়।

এর পরই ধারাবাহিকভাবে কমতে থাকে সূচক। বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ২৬ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৯ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ২০ পয়েন্টে দাঁড়ায়। এভাবেই শেষ হয় দিনের লেনদেন।
 
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ৪৩৫ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৪৩৩ কোটি ৮৪ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, সাউথ-ইস্ট ব্যাংক ও এবি ব্যাংক ।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৯৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৬ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭৩ পয়েন্টে স্থির হয়।

এদিন লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩১ কোটি ২৩ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৪/আপডেটেড ১৪৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।