ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অগ্রিম ঋণ ও ভাতা পাবে বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
অগ্রিম ঋণ ও ভাতা পাবে বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকা: নতুন বেতন কাঠামো অনুযায়ী  অগ্রিম ঋণ ও ভাতা পাবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)কর্মকর্তা-কর্মচারীরা।
 
কমিশনের সর্বশেষ নিয়মিত সভায় কর্মকর্তা-কর্মচারীদের এ ঋণ ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


 
বিএসইসি'র কর্মকর্তা-কর্মচারীরা গৃহ নির্মাণ,গাড়ি, মোটরসাইকেল ও কম্পিউটার বা ল্যাপটপ ক্রয়ের জন্য এ সুবিধা পাবেন।
 
এছাড়া যাতায়াত, আপ্যায়ন, মোটরগাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ও চিকিৎসা ভাতা পাবেন তারা। এ সুবিধা  বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধার সমান।
 
বিএসইসি'র দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান জানান,  কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল অনুযায়ী এসব সুবিধা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।