ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা তৃতীয় দিন কমলো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
টানা তৃতীয় দিন কমলো সূচক

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম দুই কার্যদিবসের ধারাবাহিকতায় তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও মূল্যসূচক কমেছে। আগের দুই কার্যদিবসের মতো এদিনও লেনদেনের শুরুতে সূচক বাড়ে।

তবে তা পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে দাঁড়ায়।

এদিন লেনদেনের শুরুতে সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক বাড়ে। তবে পাঁচ মিনিট পরই কমতে থাকে সূচক। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬১১ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১৬.৪২ পয়েন্টে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় শেষ হয় লেনদেন।

মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে মোট ৩৮৭ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪৩৫ কোটি ৮৬ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, লাফার্জ সুরমা, বিএসসি, ইএইচএল, মেঘনা পেট্রোলিয়াম, আমরা টেকনোলজি, বাটা সু, সিটি ব্যাংক, ইবনেসিনা ও রেনেটা।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ১১১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯০ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৭ পয়েন্টে স্থির হয়।

সিএসইতে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ০৩ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।