ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১৩৫ পয়েন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ৩, ২০১৪
সপ্তাহজুড়ে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১৩৫ পয়েন্ট

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে ব্রড ইনডেক্স কমেছে ১৩৫ পয়েন্টের উপরে। একই সঙ্গে লেনদেন কমেছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের পরিমাণ উভয়ই কমেছে।
 
গত সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১৩৫ দশমিক ৫৯ পয়েন্ট, ডিএসই-৩০ কমেছে ৪৮ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক কমেছে ২২ দশমিক ০৪ পয়েন্ট।
 
অন্যদিকে সিএসইর সিএসসিএক্স সূচক কমেছে ৩১৩ পয়েন্ট, সিএসই-৩০ কমেছে ৪০৭ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক কমেছে ৪৬৩ পয়েন্ট। গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৭৯১ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৭০২ দশমিক ৪৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বুধবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৫৬৬ দশমিক ৮৬ পয়েন্টে।
 
অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সূচক (ডিএসইএক্স) কমেছে ১৩৫ দশমিক ৫৯ পয়েন্ট বা ২ দশমিক ৮৮ শতাংশ।
 
এদিকে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৯ হাজার ৮৪ পয়েন্টে। সপ্তাহ শেষে বুধবার সূচক কমে দাঁড়ায় ৮ হাজার ৭৭১ পয়েন্টে।
 
অর্থাৎ সপ্তাহ ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে ৩১৩ পয়েন্ট বা ৩ দশমিক ৪৫ শতাংশ।
 
গত সপ্তাহে লেনদেন হওয়া সব কার্যদিবসেই ডিএসই ও সিএসইর সূচক কমেছে। এছাড়া কমেছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩১ দশমিক ৫০ শতাংশ। লেনদেন হয়েছে মোট এক হাজার ৬৯৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৩৯৫ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৪৭২ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ২৪১ টাকা।
 
গত সপ্তাহের ৪ কার্যদিবসে লেনদেন হওয়া ডিএসইর ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ২৪৮টির ও অপরিবর্তিত ছিল ৮টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৯৮টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম। লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৪ কার্যদিবসে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৪২৩ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৫৯৯ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৯৪ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৪৪৮ টাকা।
 
অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ১৪ দশমিক ৩৮ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৭ কোটি ৭ লাখ ৭৩ হাজার ১৪১টি শেয়ার হাতবদল হয়েছে।
 
যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৫১ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৬৭৪টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ২৭ দশমিক ৬২ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো-এসিআই লিমিটেড (১৫ দশমিক ৪১ শতাংশ), বার্জার পেইন্ট (১৩ দশমিক ৮৪ শতাংশ), এফসি অ্যাগ্রো (৯ দশমিক ৩১ শতাংশ), রেকিট বেনকিজার (৬ দশমিক ৪৪ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৬ দশমিক ৩৫ শতাংশ), লিন্ডে বাংলাদেশ (৬ দশমিক ০৫ শতাংশ), প্রিমিয়ার ব্যাংক (৫ দশমিক ৮৩ শতাংশ), এক্সিম ব্যাংক (৫ দশমিক ৪৮ শতাংশ), রেনেটা (৫ দশমিক ৪৮ শতাংশ) এবং সপ্তম আইসিবি মি. ফান্ড (৫ দশমিক ২৬ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনার্স (৪১ দশমিক ৫৯ শতাংশ),শাইন পুকুর সিরামিকস (৩৫ দশমিক ৮৫ শতাংশ), সোনারগাঁও টেক্সটাইল (৩৪ দশমিক ৮৭ শতাংশ), বিডি ওয়েল্ডিং (৩৪ দশমিক ৬২শতাংশ), বেক্সিমকো সিনথেটিকস (৩৩ দশমিক ৭৯ শতাংশ), লিগ্যাসি ফুটওয়্যার (২৪ দশমিক ৪৪ শতাংশ), কে অ্যান্ড কিউ (২১ দশমিক ৪৭ শতাংশ), বিডি থাই অ্যালুমিনিয়াম (২০ দশমিক ২৪ শতাংশ), ফাইন ফুড (১৬ দশমিক ৪৮ শতাংশ) এবং আরামিট টেকনোলজি (১৬দশমিক ২৯ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।