ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিসেম্বরের মধ্যে সরকারি ২১ শেয়ার অফলোড করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ৫, ২০১৪
ডিসেম্বরের মধ্যে সরকারি ২১ শেয়ার অফলোড করার নির্দেশ

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন মোট ২১টি কোম্পানির শেয়ার আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুঁজিবাজারে সরবরাহের (অফলোড) নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।


 
জানা গেছে, বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার অফলোড সংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। প্রতিনিধিরা নিজস্ব প্রতিষ্ঠানের শেয়ার সরবরাহের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কিত লিখিত প্রতিবেদন পেশ করেছেন।
 
এছাড়াও বৈঠকে অর্থমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও শেয়ার আপলোড করা হচ্ছে না কেন? এমন এক প্রশ্নের জবাবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা তালিকাভুক্তির নানান জটিলতার কথা তুলে ধরেন।
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে এমন সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হোটেল রূপসী বাংলা, হোটেল সোনারগাঁও, প্রগতি ইন্ডাস্ট্রিজ, টেলিটক, বিটিসিএল, ডেসকো, বাংলাদেশ গ্যাস ফিল্ড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ফিল্ড, এলপি গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, জালালাবাদ গ্যাস ফিল্ড, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন, পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ড ও সিলেট গ্যাস ফিল্ড।
 
২০১০ সালে সরকার ২৬টি কোম্পানির শেয়ার অফলোডের পরিকল্পনা নেয়। এরপর ২০১২ সালের ৭ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় এক সভায় ২১ কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে শেয়ার অফলোড করতে বলা হয়। পাশাপাশি তালিকাভুক্ত ৫ কোম্পানিকে আরও শেয়ার বিক্রির বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে জটিলতার প্রশ্ন তুলে অধিকাংশ কোম্পানি সরকারি নির্দেশনা বাস্তবায়নে টালবাহানা করে আসছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।