ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন কমলেও সূচক বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ৭, ২০১৪
লেনদেন কমলেও সূচক বেড়েছে

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসের ধারাবাহিকতায় চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচক বেড়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণ কমেছে।



আগের কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে লেনদেনের পুরো সময়জুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ওইদিন লেনদেন শেষে সূচক ও লেনদেন উভয়ই বাড়ে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতেই ডিএসইর মূল্যসূচক বাড়তে থাকে। যা প্রথম আড়াই ঘণ্টায় অব্যাহত ছিল। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০ পয়েন্টে স্থির হয়। এভাবেই সূচক বাড়ার মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

ডিএসইতে লেনদেন হয় মোট ৪১৯ কোটি ১২ লাখ টাকা।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা।

এদিন টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, গোল্ডেন সন, ইউসিবিএল, ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বিএসসিসিএল ও এমারেল্ড ওয়েল।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৯ পয়েন্টে পৌঁছে। অন্যদিকে সিএসই-৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে ওঠে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৪১ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মে ০৭, ২০১৪/আপডেটেড ১৪৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।