ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৪
ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্যসূচক ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর কমেছে। অন্যদিকে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে।

 

মঙ্গলবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ১০ মিনিট ডিএসইর মূল্যসূচক বাড়ে। এরপরই সূচকে ওঠানামা শুরু হয়। তবে দুপুর পৌনে ১টা থেকে লেনদেনের শেষ পর্যন্ত টানা কমেছে সূচক।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩৭৭ কোটি টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩৯৪ কোটি টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হা-ওয়েল টেক্সটাইল, বিএসসিসিএল, সালভো কেমিক্যাল, গ্রামীণফোন, অ্যাক্টিভ ফাইন, গোল্ডেন সন, জেনারেশন নেক্সট, মতিন স্পিনিং, এএফসি অ্যাগ্রো ও মেঘনা পেট্রোলিয়াম।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩১৬ পয়েন্টে নেমে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৯ কোটি ৭০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৪/আপডেটেড ১৩৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।