ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১৯, ২০১৪
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সাত বছর মেয়াদী ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল সবোর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



এতে জানানো হয়, ব্যাসেল-২ অনুযায়ী কোম্পানির আবশ্যিক বা পরিশোধিত মূলধন মেটানোর জন্য টায়ার-২ মূলধন হিসাবে ব্যাংক এশিয়া সাত বছর মেয়াদী ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবোর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হবে। এর অস্থায়ী সুদ বা ফ্লটিং রেট ১১.৫০% হতে ১৪.৫০%।

তবে যেকোনো নিয়ন্ত্রণকারী সংস্থার পরামর্শক্রমে অথবা অন্য কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত বন্ডের বৈশিষ্ট্য, মেয়াদ, ইস্যু মূল্য ইত্যাদি প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবে।

কোম্পানির এ সংক্রান্ত ইজিএম আগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত হবে। ইজিএম-এর রেকর্ড ডেট আগামী ২৯ মে।


বাংলাদেশ সময় : ১০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।