ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেষ দিনেও কমলো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৪
শেষ দিনেও কমলো সূচক

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও মূল্যসূচক কমেছে।

মঙ্গলবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ ছিল।

বুধবার উভয় শেয়ারবাজারেই সূচক কমে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৬ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরই ডিএসইর মূল্যসূচক কমে। তবে ১০ মিনিট পর হারানো সূচক কিছুটা উদ্ধার হয়। যা স্থায়ী ছিল ২০ মিনিট অর্থাৎ সাড়ে ১০টা পর্যন্ত। এরপর ফের কমতে থাকে সূচক।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে স্থির হয়।
 
দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে ৯৮২ পয়েন্টে স্থির হয়। এর ধারাবাহিকতা দিনের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।

বৃহস্পতিবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩০৫ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩৭৭ কোটি টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হা-ওয়েল টেক্সটাইল, ইস্টার্ন হাউজিং, লাফার্জ সুরমা, নর্দার্ন ইন্স্যুরেন্স, জেএমআই সিরিং, মতিন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক, এমারেল্ড ওয়েল ও স্কয়ার ফার্মা।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫১০ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৫ পয়েন্ট কমে ১১ হাজার ২০১ পয়েন্টে নেমে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ৩৫ লাখ টাকা।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৫৬ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, মে ১৫, ২০১৪/আপডেটেড ১৫০৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।