ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে এক মাসের সর্বনিম্ন লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ১৮, ২০১৪
ডিএসইতে এক মাসের সর্বনিম্ন লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয়েছে মোট ২২৯ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগে গত ১৩ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন ২২৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন হয়।  

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০২ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ৯৮১ পয়েন্টে স্থির হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতেই ডিএসইর মূল্যসূচক বাড়ে। যা লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টা অব্যাহত ছিল। এর পরই কমতে থাকে সূচক।

সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৮৯ পয়েন্টে দাঁড়ায়।
বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৮৭ পয়েন্টে অবস্থান করে।
 
দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে ১ হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ৯৮৪ পয়েন্টে স্থির হয়।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

লেনদেন হয়েছে মোট ২২৯ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল মোট ৩০৫ কোটি ৩৪ লাখ টাকা।  


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গোল্ডেন সন, হা-ওয়েল টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, অ্যাপেক্স ফুটওয়্যার, এমবি ফার্মা, মতিন স্পিনিং, লাফার্জ সুরমা, ওরিয়ন ইনফিউশন, বিএসসিসিএল ও ইস্টার্ন হাউজিং ।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ১৫৪ পয়েন্টে নেমে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয়েছে মোট ২০ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৪/আপডেটেড ১৪৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।