ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নয় কার্যদিবস পর সূচক বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ২১, ২০১৪
নয় কার্যদিবস পর সূচক বাড়ল

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা নয় কার্যদিবস পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।



সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছিল উল্লেখযোগ্য হারে। সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবস সোমবার ও মঙ্গলবার ডিএসইতে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরই সূচক বাড়তে থাকে।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্ট হয়

বেলা ১১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৮১ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৭৭ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে স্থির হয়। এরই ধারাবাহিকতায় শেষ হয় দিনের লেনদেন।

বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

লেনদেন হয় মোট ২৭১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকা।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ১৯৬ কোটি ৭৯ লাখ টাকা।  


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হা-ওয়েল টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, হাইডেলবার্গ সিমেন্ট, মতিন স্পিনিং, ডেল্টা লাইফ, এএফসি অ্যাগ্রো ও গ্লোবাল হ্যাভি কেমিক্যাল।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৯ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮১ পয়েন্টে ওঠে আসে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৫৬ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, মে ২১, ২০১৪/আপডেটেড-১৪৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।