ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উদ্যোক্তার ৩৬ লাখ শেয়ার কিনবেন পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪
উদ্যোক্তার ৩৬ লাখ শেয়ার কিনবেন পরিচালক

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএমসি কামালের উদ্যোক্তা পরিচালক কাশমিরি কামাল নিজ প্রতিষ্ঠানের ৩৬ লাখ এক হাজার ৩০০টি শেয়ার একই কোম্পানির পরিচালক মো. আজিমুল ইসলামের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, সিএমসি কামালের উদ্যোক্তা পরিচালক কাশমিরি কামাল নিজ প্রতিষ্ঠানের ৩৬ লাখ এক হাজার ৩০০টি শেয়ার বিক্রি করবেন। অন্যদিকে একই কোম্পানির পরিচালক আজিমুল ইসলাম ওই শেয়ারগুলো ক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে ব্লক মার্কেটে এ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন হবে।

বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।