ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিএসই-এর সিআরও আহমেদ দাউদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৪
সিএসই-এর সিআরও আহমেদ দাউদ

ঢাকা: তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) হিসেবে আহমেদ দাউদের নাম অনুমোদন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ (ডিমিউচুয়ালাইজড) পরবর্তী সিএসইর জন্য এ পদ সৃষ্টি করা হয়েছে।


 
সম্প্রতি সিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
বর্তমান স্টক এক্সচেঞ্জের যে রেগুলেটরি ফাংশন আছে তা কোনোভাবে যাতে বিঘ্নিত না হয়, সেজন্য সাংগঠনিক কাঠামোতে এ নতুন পদ সংযোজন করা হয়েছে।
 
জানা গেছে, সিএসইর সিআরও পদে আহমেদ দাউদকে (এফসিএমএ) অনুমোদনের বিষয়টি বিবেচনার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়েছে।

গত ৪ মে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়। বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে সিআরও পদে আহমেদ দাউদকে চূড়ান্তভাবে অনুমোদন দেবে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।