ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফাইন ফুডস কোম্পানিকে বিএসইসি’র শুনানিতে তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৪
ফাইন ফুডস কোম্পানিকে বিএসইসি’র শুনানিতে তলব

ঢাকা: আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস কোম্পানিকে শুনানিতে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামী ৯ জুন বেলা ১১টায় বিএসইসি কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।


 
সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে ফাইন ফুডসের শুনানি সম্পর্কিত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন ২০১৩ সালের আর্থিক প্রতিবেদনে চলতি ও স্থায়ী সম্পদ ম্যানেজমেন্ট দ্বারা মূল্যায়ন করা হয়েছে। যার ফলে অডিটরের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। আর্থিক প্রতিবেদনে ১৯৯৪ সালের কোম্পানি আইনের সিডিউল ১২ এর পার্ট-১ এর ৭ নম্বর ক্লজে বিবিধ দেনাদারের বিষয়ে উল্লেখ করা হয়নি।

এছাড়া বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস)-১২ অনুযায়ী ডেফার্ড ট্যাক্স গণনা করা হয়নি। ফলে এতে পরিলক্ষিত হয় যে, ২০১৩ সালে প্রস্তুত করা অর্থিক প্রতিবেদনে প্রকৃত তথ্য গোপন করা হয়েছে।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ প্রেক্ষাপটে আগামী ৯ জুন ফাইন ফুডসের ব্যবস্থাপনা পরিচালক, সব পরিচালক ও সচিবকে শুনানিতে তলব করা হয়েছে। শুনানিতে কোম্পানির এ বিষয়ে ব্যাখ্যা লিখিত ও সফট কপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হলো।
 
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।