ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ওটিসি মার্কেটে ১৫ দিনে লেনদেন মাত্র ৪ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৪
ওটিসি মার্কেটে ১৫ দিনে লেনদেন মাত্র ৪ লাখ টাকা

ঢাকা: ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে মে মাসের শেষ ১৫ দিনে পাঁচ কোম্পানির মোট ৪ লাখ ৭২ হাজার ৮৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


 
লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, আশরাফ টেক্সটাইল, বেঙ্গল ফাইন, নিলয় সিমেন্ট এবং অ্যাপেক্স ওয়েভিং।
 
যার মধ্যে মুন্নু ফেব্রিক্স কোম্পানির মোট ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা। এ কোম্পানির শেয়ার সর্বনিম্ন ৫ দশমিক ৪০ টাকা এবং সর্বোচ্চ ৬ টাকায় লেনদেন হয়েছে।
 
আশরাফ টেক্সটাইলের ৬৮ হাজার শেয়ার ৭৫ হাজার টাকায় লেনদেন হয়েছে। কোম্পানটির শেয়ার সর্বনিম্ন ১১ টাকা এবং সর্বোচ্চ ১১ দশমিক ২০ টাকা দরে লেনদেন হয়েছে।
 
এছাড়া বেঙ্গল ফাইনের ৩৫০টি শেয়ার ২৩ হাজার ৪৫০ টাকায়, নিলয় সিমেন্টের ৩ হাজার ৯০০টি শেয়ার ৭৮ হাজার টাকায়, অ্যাপেক্স ওয়েভিংয়ের ৩৩ হাজার ৫৫০টি শেয়ার ২ লাখ ৮ হাজার টাকায় লেনদেন হয়।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।