ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ার বিও হিসাবে জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ার বিও হিসাবে জমা

ঢাকা: ব্যাংকিং খাতের ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ার প্রত্যাশিত বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



ব্র্যাক ব্যাংক ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২৮৮টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ আর : ২ হারে রাইট শেয়ার ছাড়ে। অর্থাৎ ব্যাংকটির বিনিয়োগকারীরা দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কেনার সুযোগ পান। রাইট শেয়ারের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা উত্তোলন করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৫তম কমিশন সভায় ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন দেয়।

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।