ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

‘অবকাঠামো উন্নয়নে শেয়ারবাজার সম্পৃক্ত হতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ৭, ২০১৪
‘অবকাঠামো উন্নয়নে শেয়ারবাজার সম্পৃক্ত হতে পারে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের অবকাঠামো খাতের উন্নয়নে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা।
 
শনিবার দুপুরে ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তাবিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


 
তিনি বলেন, সরকার ২০১৪-১৫ অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করেছে, সেখানে সামাজিক অবকাঠামো খাতে সর্বোচ্চ ৩০.১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। তাই এ খাতের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কীভাবে পুঁজিবাজার থেকে অর্থ নেওয়া যায় সেটা ভেবে দেখা যেতে পারে। আমরা সরকারের সঙ্গে এ বিষয়টি আলোচনা করবো।
 
স্বপন কুমার বালা বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয় ও স্টক এক্সচেঞ্জের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আরোপিত কর অপ্রত্যাশিত। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাই না। এ সিদ্ধান্ত বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে ডিএসই। তাই এ ধরণের কর যাতে ধার্য করা না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
 
তিনি আরো বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয় ১০ থেকে ২০ লাখ টাকা হলে উৎসে কর ৩ শতাংশ এবং ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ কোনোভাবেই কার্যকর নয়। এটা প্রত্যাহার করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে ডিএসই।
 
এছাড়া স্টক এক্সচেঞ্জের শেয়ার মালিকদের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর ১৫ শতাংশ ধার্য করা হয়েছে। যেটা কাম্য নয়। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেনে ডিএসই এমডি।
 
প্রস্তাবিত বাজেট শেয়ারবাজারের জন্য ইতিবাচক না নেতিবাচক জানতে চাইলে ডিএসই’র এমডি বলেন, বাজেট পরবর্তী বাজারে লেনদেন শুরু হলেই বুঝতে পারবেন এবারের বাজেট কেমন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। তবে সার্বিক বাজেট উচ্চাভিলাষী হলেও আমরা স্বাগত জানাচ্ছি।
 
তিনি  আরো বলেন, আমরা বাজেট পূর্ব আলোচনায় যে দাবি করেছিলাম তার আলোকে বাজেট বক্তৃতায় ২টি বিষয় এসেছে। ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জকে ক্রম হ্রাসমান হারে পাঁচ বৎসরের জন্য কর অবকাশ সুবিধা প্রদান করা হয়েছে এবং বিনিয়োগকারীদের জন্য করমুক্ত লভ্যাংশ আয় ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। যা অবশ্যই ইতিবাচক।
 
সংবাদ সম্মেলনে ডিএসই’র চেয়ারম্যান (অব.) বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, আমরা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাই। বাজেটে পুঁজিবাজারের জন্য যা পেয়েছি তা শেষ না। বাজেট সংসদে পাস হওয়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করে আমরা আরো কিছু পাওয়ার চেষ্টা করবো।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৪/আপডেট ১৫২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।