ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমলো লেনদেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
সূচকের সঙ্গে কমলো লেনদেনও

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে গেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ০৭ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ৩১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা।         

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- পেনিনসুলা, ডেল্টা লাইফ, বেক্সিমকো, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, ওয়াটা কেমিক্যাল, মিথুন নিটিং, অ্যাপোলো ইস্পাত ও ইউনিক হোটেল।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ১ হাজার ১৭ পয়েন্টে দাঁড়ায়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১১ পয়েন্ট হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১১ পয়েন্টে স্থির হয়। এভাবে দিনভরই সূচক ছিল নিম্নমুখী।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট কমে ১১ হাজার ১৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ২৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৯ কোটি ৩৫ লাখ টাকা।     

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৪/আপডেটেড ১৪৫৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।