ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই বাড়ল

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার আগের কার্যদিবসের চেয়ে মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৯৮ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইতে লেনদেন হয় মোট ২৯৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২২২ কোটি ৬৩ লাখ টাকা।              

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসসিসিএল, লাফার্জ সুরমা, বেক্সিমকো লিমিটেড, ইউসিবিএল, গোল্ডেন সন, এসিআই লিমিটেড, পেনিনসুলা, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ারওয়েজ ও মেঘনা পেট্রোলিয়াম।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর পৌনে ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ১২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ২৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৬ কোটি ৬৮ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১১০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৪৫৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।