ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পেনিনসুলার শেয়ার নিয়ে হতাশ বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
পেনিনসুলার শেয়ার নিয়ে হতাশ বিনিয়োগকারীরা

ঢাকা: পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ার নিয়ে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। কারণ লেনদেনের প্রথম দিনে আশানুরূপ দাম পাননি তারা।

তাদের অভিযোগ কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের কাছ থেকে যে পরিমাণ প্রিমিয়াম নিয়েছে কোম্পানির শেয়ার মূল্য আরও বাড়া দরকার ছিল।
 
রোববার বিভিন্ন ব্রোকারেজ হাউজ ঘুরে বিনিয়োগকারীদের এমন প্রতিক্রিয়া পাওয়া যায়।
 
শাকিল রিজভী সিকিউরিটিজ হাউজের বিওধারী গোলাম রসূল বাংলানিউজকে বলেন, ‌কোম্পানিটি আমাদের কাছ থেকে ২০ টাকা প্রিমিয়ামসহ শেয়ার মূল্য ৩০ টাকা নিয়েছে। কিন্তু এ কোম্পানির শেয়ার প্রথম দিন মাত্র ৩৮ টাকায় লেনদেন শুরু হয়েছে। তবে লেনদেনের শুরুতে এ কোম্পানির শেয়ার দর একটু বাড়লেও পরবর্তীতে তা আবার কমতে থাকে। দুপুর সোয়া ১২টায় এ শেয়ার ৩৭ টাকায় লেনদেন হচ্ছে। আমরা লেনদেনের প্রথমদিন আরও বেশি দাম আশা করেছিলাম। এক কথায় এ কোম্পানির শেয়ার লেনদেনে বেশ হতাশ আমরা।
 
এর আগে সকালে ডিএসইর বোর্ডরুমে লেনদেন শুরুর আগে কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনাম কাজে লাগিয়ে হোটেল পেনিনসুলার প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমাদের হোটেল ব্যবসার ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমরা এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোম্পানিটিকে অনেক দূর নিয়ে যেতে চাই।
 
তিনি বলেন, আমরা যে জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলেছি, সে টাকায় ইতোমধ্যে আমরা কাজও শুরু করেছি। এছাড়া টাকা তোলার আগেই আমরা কোম্পানিটির সম্প্রসারণ শুরু করেছি। কোম্পানির আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে বাজার থেকে পুঁজি সংগ্রহ করেছে। এ শেয়ারের মার্কেট লট ২০০টি শেয়ারে।
 
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
 
সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান হোটেল সম্প্রসারণ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন আরও একটি নতুন হোটেল নির্মাণ করবে। এছাড়া আইপিওর অবশিষ্ট অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
 
গত ৩০ জুন ২০১৩ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেনিনসুলার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৯ টাকা ও পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩২ দশমিক ৭৩ টাকা।

** পেনিনসুলার লেনদেন শুরু
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।