ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেনে খরা কাটেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
লেনদেনে খরা কাটেনি

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ২৬৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৩১৯ কোটি ৩৬ লাখ টাকা।           

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, পেনিনসুলা, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ০২ পয়েন্ট হয়।

দুপুর ২টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১১ হাজার ১২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

লেনদেন হয় মোট ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৮৭ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১১২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪/আপডেটেড ১৫০৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।