ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমে সপ্তাহ শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
সূচক কমে সপ্তাহ শেষ

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।  

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ২৬৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২৩৩ কোটি ৯১ লাখ টাকা।           

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই লিমিটেড, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, বিএসসিসিএল, মিথুন নিটিং, গ্রামীণফোন ও লঙ্কাবাংলা ফিন্যান্স।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে দাঁড়ায়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্ট হয়।          

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে হাজার ৬০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় মোট ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৩৭ কোটি ৭৭ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।