ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অধিকাংশ শেয়ার দর কমলেও বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
অধিকাংশ শেয়ার দর কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার অধিকাংশ শেয়ারের দর কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক ও লেনদেন উভয়ই কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

লেনদেন হয় মোট ২১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৯১ কোটি ৫০ লাখ টাকা।  

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, এসিআই, বিএসসিসিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা পেট্রোলিয়াম ও স্কয়ার ফার্মা।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ২৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৪৮ লাখ টাকা।                   

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।