ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসিতে চিফ অ্যাকাউন্ট্যান্ট নিয়োগে পরামর্শক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
বিএসইসিতে চিফ অ্যাকাউন্ট্যান্ট নিয়োগে পরামর্শক

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট’ নিয়োগের জন্য সাময়িকভাবে মো. মনোয়ার হোসেনকে (এফসিএমএ) পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
পরামর্শক নিয়োগের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
পরমর্শক নিয়োগে গঠিত কমিটির সদস্যরা হলেন- কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী (আহ্বায়ক), কমিশনার অরিফ খান ও নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ।

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে 'ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএমডিপি)-২'এর আওতায় প্রদত্ত ঋণের বিপরীতে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যেসব শর্ত দিয়েছে এর মধ্যে 'অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট' অন্যতম।
 
অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য তিনটি আবেদন জমা পড়েছে। গত ২৬ জুন তিন জনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশ নেন। এর মধ্য থেকে মো. মনোয়ার হোসেনকে তিন মাসের জন্য পরামর্শক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার বেতন ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের জন্য সুপারিশ করেছে গঠিত কমিটি।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।