ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

৯ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
৯ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রায় ৯ মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৫৭ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এর আগে ২০১৩ সালের ২০ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১১০ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

লেনদেন হয় মোট ১৫৭ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২১৮ কোটি ৭৮ লাখ টাকা।    

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, অলিম্পিক, বেক্সিমকো, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, সিভিও পেট্রোকেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসি ও মার্কেন্টাইল ব্যাংক।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ০১ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে স্থির হয়।
 
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

লেনদেন হয় মোট ১২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ৩০ লাখ টাকা।                     

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৪০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।