ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ ডিএসই-সিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ঈদে ৭ দিন বন্ধ ডিএসই-সিএসই

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর ও সরকারি ছুটিসহ মোট সাত দিন বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
 
ডিএসই ও সিএসইর জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।


 
ঈদ উপলক্ষে আগামী ২৭ জুলাই রোববার থেকে ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে শেয়ারবাজার। এছাড়া ১ ও ২ আগস্ট শুক্র এবং শনিবার সরকারি ছুটি। তাই মোট ৭দিন ছুটি পাচ্ছে উভয় স্টক এক্সচেঞ্জ।
 
আগামী ৩ আগস্ট রোববার থেকে ডিএসইতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ওইদিন থেকে ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সাধারণ সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
 
তবে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
 
রোজায় দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যক্রম চলছে।
 
লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪/ আপডেটেড : ১২০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।