ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আরএসআরএম-এর আইপিওর বিরুদ্ধে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
আরএসআরএম-এর আইপিওর বিরুদ্ধে রিট

ঢাকা: সম্প্রতি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বিরুদ্ধে রিট করেছেন দুইজন সাধারণ বিনিয়োগকারী।
 
নানা অনিয়মে অভিযুক্ত এই কোম্পানির আইপিওর বিরুদ্ধে বিনিয়োগকারীদের পক্ষে রিট দায়ের করেছেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম।


 
রিট পিটিশন নং ৬৬০৪/২০১৪।
 
রিট পিটিশনে আরএসআরএমের আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়া স্থগিত রাখতে আদালতের প্রতি আবেদন জানান। যে দুইজন বিনিয়োগকারীর পক্ষে রিট পিটিশন দায়ের করা হয়েছে তারা হলেন- মোহাম্মদ রফিকুল ইসলাম ও ফারুক মোল্লা।

রিট পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারে চরম মন্দ অবস্থা সত্বেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করতে আরএসআরএম কোম্পানিকে ৩০ টাকা প্রিমিয়াম দিয়ে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।
 
কোম্পানিটির নানা অসঙ্গতির কথা উল্লেখ করে আদালতকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতে এ অতিরিক্ত প্রিমিয়ামসহ অর্থ উত্তোলনের সুযোগ দিলে গোটা পুঁজিবাজার আরো ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তিনি কোম্পানিটির অর্থ উত্তোলন প্রক্রিয়ার বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানান।
 
তবে রিটের শুনানি কবে হবে তা জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।