ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক কমলেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৫৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম ও মতিন স্পিনিং মিলস।

লেনদেন হয় মোট ১৯৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে মোট ১৮৬ কোটি ১১ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ৯৯৭ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট কমে ১১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৪ কোটি ১৭ লাখ টাকা।                         

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।