ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই-৩০ থেকে তিন কোম্পানি বাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
ডিএসই-৩০ থেকে তিন কোম্পানি বাদ

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অন্যতম ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়ছে তিন কোম্পানি।
 
কোম্পানি তিনটি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, উত্তরা ব্যাংক এবং আরএন স্পিনিং।



অর্ধবার্ষিকীতে ডিএসই-৩০ সূচক পুনঃবিন্যাস্তকরণ (রিব্যালেন্সিং) শেষে এ তিন কোম্পানি বাদ পড়েছে।
 
মূলত এ সূচকে স্থান পাওয়া কোম্পানিগুলো শক্ত মূলধনী হিসেবে পরিচিত। তবে তালিকায় স্থান পেতে কয়েকটি বিশেষ শর্ত পালন করতে হয়। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলো এ তালিকা থেকে বাদ পড়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
 
অন্যদিকে ডিএসই-৩০ সূচকে অন্তর্ভূক্তির শর্ত পূরণ করে বাদ পড়া তিন কোম্পানির জায়গায় স্থান করে নিয়েছে বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক এবং এসিআই লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।