ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

৪ কোম্পানির রাইট আবেদন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
৪ কোম্পানির রাইট আবেদন বাতিল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির রাইট (অগ্রাধিকার মূলক) শেয়ারের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) কমিশনের ৫৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
কোম্পানিগুলো হলো- প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস), ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিঞ্জ এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে রি-লিস্টিংয়ের পর রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তের ক্ষেত্রে যথেষ্ট সময় গ্রহণ করেনি। যা বিনিয়োগকারীদের কোম্পানি সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতো। তাই বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বর্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।