ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সূচক ফের পাঁচ হাজার পয়েন্টে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ডিএসইর সূচক ফের পাঁচ হাজার পয়েন্টে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আরএসআরএম স্টিল, ডেসকো, অলিম্পিক, ওয়েস্টার্ন মেরিন, যমুনা অয়েল, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বিবিএস, মবিল যমুনা ও কেপিপিএল।

লেনদেন হয়েছে মোট ৫৮৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৬৮ কোটি ৭৭ লাখ টাকা।                       

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭০ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৪৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ৪২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৬ কোটি ৪১ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪/আপডেটেড : ১২০৯ ঘণ্টা/আপডেটেড : ১৪০৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।