ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (২১ জানুয়ারি) মূল্যসূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৭৭৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ১৩৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ন্যাশনাল ফিড, অগ্নি সিস্টেমস, এনভয় টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন, লাফার্জ সুরমা, বেক্সিমকো, সাইফ পাওয়ার, আইডিএলসি ও অলটেক্স।
লেনদেন হয়েছে মোট ২৮১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৪৭ কোটি ১৭ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ০৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৪৪ পয়েন্ট হয়।
দুপুর ১২টা ২৯ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৭৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ১৩৩ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১২৩ পয়েন্ট কমে ৮ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৫ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১২ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
লেনদেন হয় মোট ৩২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৫ কোটি ২৩ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেটেড : ১২৩৫ ঘণ্টা/আপডেটেড : ১৪৩৮ ঘণ্টা