ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ইউসিবিএল, শাহজিবাজার পাওয়ার, এসিআই, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলেশন্স, লাফার্জ সুরমা, বঙ্গজ, ইফাদ অটোস ও রেনেটা।
লেনদেন হয়েছে মোট ৩১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার (২৩ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৪৫ কোটি ৩৮ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ০২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্ট হয়।
বেলা ১১টা ৪৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৮৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
লেনদেন হয় মোট ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫