ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

ফেব্রুয়ারিতে ডিএসই’র রাজস্ব কমেছে ৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ফেব্রুয়ারিতে ডিএসই’র রাজস্ব কমেছে ৮ শতাংশ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গত ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে প্রায় ৮ শতাংশ।
 
ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার।

জানুয়ারি মাসে এই রাজস্বের পরিমাণ ছিল ৯ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। সে হিসেবে ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে ৭৫ লাখ ৪৫ হাজার টাকা অর্থাৎ প্রায় ৮ শতাংশ।
 
আলোচিত এ মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসই ৫ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা রাজস্ব আদায় করেছে। যা জানুয়ারিতে ৫ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার টাকা ছিল। গত মাসে জানুয়ারির তুলনায় ৪ শতাংশ বা ২০ লাখ ৯৫ হাজার টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
 
এছাড়া উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ৩ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছে ডিএসই। জানুয়ারি মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকার। অর্থাৎ জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রাজস্ব কমেছে ৫৪ লাখ ৫০ হাজার টাকা বা ১৪ শতাংশ।
 
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩’র আওতায় ডিএসই ২০১৪-১৫ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।