ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জাহাজ ক্রয় প্রস্তাব অনুমোদনের কথা জানালো বিএসসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
জাহাজ ক্রয় প্রস্তাব অনুমোদনের কথা জানালো বিএসসি

ঢাকা: নতুন ৬ জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন(বিএসসি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ খবরটি দেওয়া হয়েছে।



এতে জানানো হয়, চীন সরকারের অর্থায়নে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৬টি নতুন জাহাজ কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চীনের অর্থায়নে বিএসসির জন্য এই ছয়টি জাহাজ কেনা হবে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’।

নতুন এই প্রকল্প বাস্তবায়ন করতে গত বছরের ৩০ এপ্রিল চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন(সিএমসি), চায়না ও বিএসসির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি অনুযায়ী  দেশটির এক্সিম ব্যাংক থেকে ১৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নেবে প্রতিষ্ঠানটি।

জানা যায়, নতুন প্রতিটি জাহাজ ৪০ লাখ মেট্রিক টন মালামাল বহন করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে চীন এক হাজার ৪৩৯ কোটি টাকা অর্থায়ন করবে। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে এসব জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে।

আরও জানা যায়, বিএসসির বহরে ২০১২-১৩ অর্থবছরে ১৩টি জাহাজ ছিল। চলতি অর্থবছরে পাঁচটি জাহাজ বিক্রির ফলে সংস্থার বহরে জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। এসব জাহাজের গড় বয়স ৩০ বছর হওয়ায় সীমাবদ্ধ পরিসরে এগুলো পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫/আপডেটেড- ১৩৩০ ঘণ্টা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।