ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার (কেপিসিএল) কোম্পানির দুই সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



সহযোগী প্রতিষ্ঠান দুটি হচ্ছে- খান জাহান আলী পাওয়ার কোম্পানি ও খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট টু লিমিটেড।

গত ৩ মার্চ মঙ্গলবার খুলনা পাওয়ারের আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত। এর ফলে খুলনা পাওয়ার কোম্পানি একীভূত সহযোগী প্রতিষ্ঠান দুটির সব লাইসেন্স এবং সম্পদের দেখভালো করবে।

এর আগে খুলনা পাওয়ার কোম্পানি তার দুই সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি উচ্চ আদালতে আবেদন করেছিলো।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।