ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

সূচক কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
সূচক কমছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মার্চ) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৭১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, শাশা ডেনিমস, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস, মিথুন নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, মবিল যমুনা, ন্যাশনাল ফিড, বিএসসিসিএল ও ন্যাশনাল পলিমার।

লেনদেন হয়েছে মোট ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস বৃহস্পতিবার (৫ মার্চ) লেনদেন হয়েছিল মোট ২৬৬ কোটি ৩০ লাখ টাকা।          
                  
এর আগে সকাল ১০টা ৪৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১০৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ১৮ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১০৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫/আপডেটেড : ১২৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।