ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) মঙ্গলবার (১০ মার্চ’২০১৫) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে ২৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি টাকার বা ৯ শতাংশ।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির শেয়ার দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বেক্সিমকো, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এমজেএল বিডি এবং ওরিয়ন ইনফিউশন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫