ঢাকা, শুক্রবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জুন ২০২৪, ২৯ জিলকদ ১৪৪৫

শেয়ারবাজার

ইসলামিক ফাইন্যান্স পর্ষদ সভা ২৫ মার্চ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ইসলামিক ফাইন্যান্স পর্ষদ সভা ২৫ মার্চ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২৫ মার্চ বুধবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

রোববার(২২ মার্চ’ ২০১৫)ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।



বৈঠকে প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠক থেকে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রস্তাব করা হতে পারে।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৭৭ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।