ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অলিম্পিক এক্সেসরিজের আইপিও আবেদন ১৯ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
অলিম্পিক এক্সেসরিজের আইপিও আবেদন ১৯ এপ্রিল

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের(আইপিও) অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ১৯ এপ্রিল। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।


আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ থাকবে ২ মে পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, আইপিও’র মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে নতুন ফ্যাক্টরি ভবন তৈরি, মেশিনারিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করা হবে।

শেষ হওয়া ৩০শে জুন ২০১৪ অর্থবছরে কোম্পানিটিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৪ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।