ঢাকা: আমান ফিড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিএসইসির ৫৪১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমান ফিড লিমিটেডের প্রতিটি সাধারণ শেয়ার ৩৬ টাকা করে আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৬ টাকা প্রিমিয়াম নেবে। কোম্পানিটি বাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৭২ কোটি টাকা উত্তোলন করবে।
এই টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ, চলতি মূলধন ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোম্পানির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৯৭ পয়সা। নেট সম্পদ মূল্য (এনএভি) ৩০ টাকা ৭৭ পয়সা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এএসএস/টিআই/এএ