ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা নেয়া শুরু করেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। গত রোববার(১৯ এপ্রিল’২০১৫) থেকে আইপিওর চাঁদা গ্রহণ শুরু হয়েছে।
কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অলিম্পিক এক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা।
নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৪ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এনএস/