ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

‘এ’ ক্যাটাগরিতে ফারইস্ট ফাইন্যান্স

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
‘এ’ ক্যাটাগরিতে ফারইস্ট ফাইন্যান্স

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘জেড’ থেকে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

আর্থিক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর- ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ(নগদ ১০ শতাংশ ও স্টক ২.৫ শতাংশ)দেয়ায় ক্যাটাগরির এ পরিবর্তন হয়েছে।



মঙ্গলবার(৫ মে,২০১৫) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  ক্যাটাগরির উন্নয়নের ফলে ফারইস্ট ফাইন্যান্স ৬ মে(বুধবার) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয়(ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৩ পয়সা, ন্যাভ হয়েছে ১৩ টাকা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ দশমিক ০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ১৮ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।